শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজার পৌরসভার অন্তর্গত ১নং ওয়ার্ডের ১৭টি মহল্লার প্রায় ষাট হাজার জনগণের বাসস্থানে অবৈধ উচ্ছেদ বাতিল এবং স্থায়ী বন্দোবস্তের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক,কক্সবাজার-এর মাধ্যমে স্মারকলিপি প্রদান র্যালি ও সমাবেশ করেন ১নং ওয়ার্ড বাসী।
৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রায় ১০ হাজারের অধিক জনসাধারণ নিয়ে এই র্যালি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
উচ্ছেদ আমরা মানি না/বাপের ভিটা ছাড়ব না’, ‘আর নয় উচ্ছেদ/দীর্ঘমেয়াদি বন্দোবস্তি চাই’, ‘উচ্ছেদের ভয় নয়/বাঁচার অধিকার চাই’—এ ধরনের লেখা–সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন সমাবেশকারীরা।
১নং ওয়ার্ড বাসী তাদের দাবি জানিয়ে উক্ত ওয়ার্ডের মুরুব্বি ও প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসক কক্সবাজারকে তাদের স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানে প্রতিনিধিত্ব করেন,১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এসআইএম আকতার কামাল আযাদ- পূর্ব শাখা ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর বহদ্দার,পশ্চিম শাখা ওয়ার্ড বিএনপি সভাপতি সাবের আহমেদ- পূর্ব শাখা বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন খান কোম্পানি,বিশিষ্ট শিক্ষাবিদ এম এজাবত উল্লাহ- পশ্চিম শাখা শফিউল আলম সোনা মিয়া- মধ্যম কুতুবদিয়া পাড়া দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা জাহেদুর রহমান- জেলা যুবদল নেতা দিদারুল ইসলাম রুবেল,বিশিষ্ট সমাজ সেবক ও যুব নেতা জাহিদুল ইসলাম জাহেদ,সমিতি পাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াবুল হক- বন্দর পাড়া সমাজ কমিটির সভাপতি দিদারুল আলম- জামায়াত নেতা শাহাদাত হুসেন প্রমূখ।
ওয়ার্ড বাসী বলেন- আমরা আমাদের ভিটাবাড়ি ছেড়ে ওঠবো না।আমরা আমাদের জায়গা বন্দোবস্ত চাই।
রাতের আধারে সাবেক আওয়ামী সরকারের আমলে তারা আমাদের অজান্তে ৬৮২ একর জায়গা লিজ নিয়েছে। আমরা এক ইঞ্চি পরিমান জায়গাও ছাড়বো না।আমাদের একটাই দাবি আমরা আমাদের জায়গা বন্দোবস্ত চাই।বিগত ৪০ বছর ধরে আমরা বসবাস করে আসতেছি উচ্ছেদ আতংক নিয়ে আমরা আর এই আতঙ্ক নিয়ে বাচতে চাই না।আমাদের বাপ দাদারা এই মাঠির কবরে শুয়ে আছে,আমরাও এইখানেই মরতে চাই।প্রদান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি সিভিলএভিয়েশন কর্তৃক অবৈধ দলিল বাতিল করে আমাদের জায়গায় সুস্থভাবে বসবাস করার পরিবেশ ফিরিয়ে দিন।
আরো বলন,তাঁরা প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-জলোচ্ছ্বাসে বসতভিটা হারিয়ে জেলার কুতুবদিয়া- মহেশখালী- চকরিয়া- পেকুয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসে কক্সবাজার শহরে বাস করছেন। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাসজমিতে বসতভিটা হারানো প্রায় ৭০ হাজার জলবায়ু উদ্বাস্তুর বসবাস। ছয় হাজার একর জমিতে ১০ হাজারের বেশি পাকা ও আধা পাকা ঘর করে তাঁরা রয়েছেন। ২০ থেকে ৩০ বছর ধরে গড়ে ওঠা এসব বসতিকে ঘিরে মসজিদ-মাদ্রাসা যেমন হয়েছে- তেমনি গড়ে উঠেছে প্রায় ৮০০ শুঁটকিমহাল। অথচ এখন জলবায়ু উদ্বাস্তুদের স্থায়ী পুনর্বাসন না করে সরকারি এই খাসজমি থেকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮