শওকত আলম, কক্সবাজার
"দুনিয়ায় মজদুর, এক হও,লড়াই কর" এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা, টেম্পু সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, যাহার রেজিষ্ট্রেশন নং- চট্ট - ১৪৯১ এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।
১৫ মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকায় লিংক রোডস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহন অনুষ্ঠান।
পবিত্র আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও জেলা' সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ সিএনজি, অটো রিক্সা, হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার, চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম সাইদুল করিম,
অত্র সংগঠনের সহ সভাপতি এহেছান উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,
ঈদগাহ উপজেলা লাইন পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন মুন্না,
রামু উপজেলা লাইন পরিচালনা কমিটির সভাপতি - মুজিবুল হক ভুট্টো,
খুরুশকুল লাইন পরিচালনা কমিটির সভাপতি - আবদুল মালেক,পেকুয়া উপজেলা লাইন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন,
উখিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ সেলিম,সাধারণ সম্পাদক ছৈয়দ নুর, গর্জনিয়ার লাইন কমিটির সভাপতি নুরুল হুদা,লিংক রোড লাইন কমিটির সভাপতি আমানুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, বাস টার্মিনাল লাইন কমিটির সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক আলমগীর, শাপলাপুর লাইন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফিজ,
মহেশখালী লাইন পরিচালনা কমিটির সভাপতি মিয়া হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল,
মরিচ্ছা লাইন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ, চৌফলদন্ডী ইউনিয়ন লাইন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বদরখালী লাইন পরিচালনা কমিটির সভাপতি আক্তার আহমেদ, সাধারণ সম্পাদক ইসমাইল।
সহ অসংখ্য নেতৃবৃন্দ।
পবিত্র আল কুরআন তেলাওয়াতের করেন, মোহাম্মদ কামাল ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এসএম সাইদুল করিম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮