শওকত আলম কক্সবাজার,
কক্সবাজার জেলা প্রেসক্লাবে আজ বিকেল ৪টায় এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো “মৌসুমি ফল উৎসব ২০২৫”। শহিদ সরণির হোটেল নিরিবিলিতে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল রকমারি ফলের সমাহার ও সৌরভে মুখরিত। এ উৎসবে মৌসুমি ফল বিভিন্ন জাতের আম, কাঁঠাল, আপেল, আঙ্গুর, মালটা, আনারস, ডালিম, ড্রাগন, পেয়ারা, আমড়া, আমলকি, আখ ইত্যাদি নানান পদের বাহারি ফল স্থান পায়।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, জেলা ইমাম সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ব্যক্তিত্ব, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশীয় ফলের গুরুত্ব ও পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয় চাষীদের উৎসাহ দেওয়া।
কক্সবাজার জেলা প্রেসক্লাব'র সভাপতি তৌহিদ বেলাল সূচনা বক্তব্যে বলেন, মৌসুমি ফল উৎসব আয়োজন আমাদের দেশীয় ফল উৎপাদন ও খাদ্য সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮