প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৬:৫৭ পি.এম
কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ৬ লেনের দাবিতে ৪০ সংগঠনের মানববন্ধন

কক্সবাজার অফিস
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করার দাবিতে সোচ্চার হয়েছেন রামু ও কক্সবাজারের সাধারণ মানুষ। এই দাবিকে ঘিরে মঙ্গলবার (২০ মে) রামুর বাইপাস চত্বরে আয়োজিত হয় এক বিশাল মানববন্ধন কর্মসূচি। দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ৪০টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২