প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ১২:২২ পি.এম
কক্সবাজারে হেফাজত নেতার কারামুক্তিতে জেল গেটে সংবর্ধনা।।

কক্সবাজার প্রতিনিধি।।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব হাইকোট থেকে জামিনে কারামুক্ত হয়েছেন। অন্তর্বর্তী জামিন শেষে গত ৩১ জুলাই আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছিলো। দীর্ঘ ২৩ দিন কারাবন্দিত্বের পরে বৃহস্পতিবার -২২আগস্ট- সন্ধ্যায় তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় জেলা নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ তাঁকে মুক্ত আলোয় স্বাগত জানিয়ে ফুল দিয়ে সংবর্ধিত করেন।
সংবর্ধনার জবাবে মজলুম জননেতা মাওলানা ইয়াছিন হাবিব মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, মজলুমানের অশ্রুধারা ও শহীদানের তাজারক্তের স্রোতে স্বৈরতন্ত্রের তখত-তাওস ভেসে গিয়েছে। এতে করে দেড় দশকেরও অধিক সময় পরে দেশ ও জাতি ভয়াবহ জুলুম-শোষণ থেকে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর নেতৃত্বে জেলগেটে সংবর্ধনা প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী- সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ- অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী- জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- পৌর আমীর মাওলানা খালেদ সাইফী- কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মাওলানা শওকত ওসমান কুতুবী- জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর- পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ মক্কী- অর্থ সম্পাদক মাওলানা জামাল হোসাইন ছিদ্দিকী- বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী-জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম- সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ- যুবনেতা মাওলানা শহীদুল্লাহ- ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
এছাড়াও প্রাকৃতিক বৈরি আবহওয়ার মাঝেও আপনজনকে মুক্ত আলোয় স্বাগত জানাতে ছুটে এসেছিলেন মোহাম্মদ হোসাইন- আব্দুল কাইয়ুম- সরওয়ার আলম সবুজ- মজলুম সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান, কাউছার হাবিব তকী, মাওলানা হাফেজ হিফজুর রহমান- মাওলানা হাফেজ হাফিজুর রহমান- এড. মঈনুল করিম প্রমুখ।
হেফাজত নেতা আরো বলেন, স্বৈরাচারমুক্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক নাগরিকদের সচেতনতাপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের বীর শহীদানের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে মজলুমানের এ বিজয়ে আত্মদানকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২