কক্সবাজার অফিস।।
কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সোমবার -৬ জানুয়ারি- রামু চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
তপন মল্লিক কক্সবাজার সদর-রামু আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ‘ডান হাত’ হিসেবে পরিচিত।
রামু থানার অফিসার ইনচার্জ -ওসি- ইমন কান্তি চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন মল্লিকের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে চালান করা হয়েছে।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে সাইমুম সরওয়ার কমল পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন এমপি কমলের যাবতীয় ‘অপকর্মের সাথি’ হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তপনের বিরুদ্ধে।
তপন মল্লিকের বিরুদ্ধে স্থানীয়দের আরো অভিযোগ, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলা পরিষদের যাবতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজ তদারকির মাধ্যমে হুইপ কমলের কমিশনের টাকা আদায়ের দায়িত্ব পালন করতেন তপন। এমপি ও হুইপ কমলের ক্ষমতার অপব্যবহার করে তপন নিজেও বিপুল সম্পদের মালিক বনে গেছেন। তিনি ভারতেও জমি কিনে বাড়ি করেছেন বলেন খবর রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮