শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংগ্রেং পোয়ে উৎসব—রাখাইনদের ঐতিহ্যবাহী নববর্ষ ও জলখেলা উৎসব। বৈসাবি উৎসবের অংশ হিসেবে এই দিনটিতে রাখাইন তরুণ-তরুণীরা পরিধান করেন ঐতিহ্যবাহী পোশাক, চলে নাচ, গান, আর আনন্দঘন জল ছিটানো।
সকালের শুরুতেই মঠে প্রার্থনা, তারপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। রাখাইন পল্লীর রাস্তায় ছিল মানুষের ঢল। স্থানীয় রাখাইন ছাড়াও বাঙালি দর্শনার্থীরাও উপভোগ করেন এ উৎসব।
কয়েকজন রাখাইন অংশগ্রহণকারীর বক্তব্য:
মেই সান মারমা, কলেজ শিক্ষার্থী: "সাংগ্রেং পোয়ে আমাদের সংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং পুরনো দুঃখ-কষ্ট ধুয়ে ফেলি। বন্ধুদের সাথে নাচ-গান করে খুব আনন্দ পাচ্ছি।"
থুইন চং মারমা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠক: "এটা শুধু উৎসব নয়, আমাদের পরিচয়। আমরা চাই সবাই আমাদের সংস্কৃতিকে জানুক ও সম্মান করুক।"
অং থেই মারমা, তরুণ উদ্যোক্তা: "এই উৎসব কক্সবাজারে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য তৈরি করে। পর্যটকদেরও আকর্ষণ করে রাখাইন সংস্কৃতির প্রতি।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮