প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৫৮ পি.এম
কক্সবাজারে মাদকাসক্ত চাচার দার কোপে ভাতিজি নিহত

তৌহিদ বেলাল, কক্সবাজার জেলা:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে মাদকাসক্ত চাচার দা’র কোপে তিন বছরের শিশু, ভাতিজি নিহত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরিফপাড়ায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবক নুরুল হাকিম (২৫) তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে নিজের ভাতিজি ফাতেমা (৩) কে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত ফাতেমা ওই গ্রামের নুরুল আজিমের মেয়ে।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। এটি অমানবিক ও মর্মান্তিক ঘটনা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২