
কক্সবাজার অফিস,
কক্সবাজারে ইসলামিয়া মহিলা কামিল মাদরাসায় নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শফিউল হক জিহাদী ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক এবং কম্পিউটার অপারেটর পদে আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদানপত্র প্রদানের মাধ্যমে কর্তৃপক্ষ তাঁদের নিয়োগ সম্পন্ন করেন। এ উপলক্ষে মাদরাসাটির শিক্ষক মিলনায়তনে এক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল আলম নবনিযুক্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কম্পিউটার অপারেটরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী মাদরাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপাধ্যক্ষ মুহাম্মদ আজিজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো’
নবনিযুক্ত কম্পিউটার অপারেটর আবুল কাশেম প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করেন।