প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৭:৩৬ পি.এম
কক্সবাজারে পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিক নিহত

কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে নুরুল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলা জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। ভোরের অন্ধকারে শ্রমিকেরা পাহাড় কাটার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নুরুল আমিন মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুরুল আমিন একই এলাকার মির আহমদের ছেলে। তার বাড়ি চরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি জুম্মাপাড়ায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই অবৈধ কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকেরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা শেষে নুরুল আমিনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিলোনা। এতে পরিবেশ ও পাহাড় ধ্বংসের পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২