প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৭:৫০ পি.এম
কক্সবাজারে পাসপোর্ট অফিস-হাসপাতাল থেকে আটক ৪ দালালের কারাদণ্ড
![]()
কক্সবাজারে পাসপোর্ট অফিস-হাসপাতাল থেকে আটক ৪ দালালের কারাদণ্ড
কক্সবাজার অফিস
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান আটক দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনারপাড়ার মুহাম্মদ নুরু উদ্দিন (২৭), শহরের বৈদ্যেরঘোনা এলাকায় আবুল বাশার (৫১), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালী পৌরসভার গোরকঘাটার পলাশ (৪২)।
জানা যায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের খপ্পরে পড়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছিলো। এসব দালাল সহজ-সরল মানুষকে অতিরিক্ত অর্থের বিনিময়ে সরকারি সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলো। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এই প্রেক্ষাপটে র্যাব-১৫ এর অধিনায়কের তত্ত্বাবধানে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল উপস্থিত ছিলেন।
র্যাব-১৫ এর কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, অভিযানকালে দালালচক্রের ৪ সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কক্সবাজার সদর হাসপাতাল থেকে আটক চার দালালের মধ্যে একজন হাসপাতালেরই আউটসোর্সিং কর্মী বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদ সোহেল।
তিনি জানান, আটক ৪ জনের মধ্যে তিনজন হাসপাতালের বাইরের দালাল এবং একজন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মী। হাসপাতালে দালালদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ পেলে বা স্বাস্থ্যসেবা প্রদানে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২