প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৭:৩৯ পি.এম
কক্সবাজারে নদীতে গোসলে নেমে তরুণের সলিল সমাধি

তৌহিদ বেলাল
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসলে নেমে এক তরুণের সলিল সমাধি হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় বাঁকখালী নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত তরুণের নাম মাহিদ হাসান ছিদ্দিক সেজাদ (২১)। গোসলে নেমে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার, স্বজন ও এলাকাবাসী।
মাহিদ ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার ব্যবসায়ী হারুনুর রশিদের ছেলে। শান্ত-সৌম্য, ভদ্র এই তরুণের মৃত্যু কেউই যেন মেনে নিতে পারছেন না। স্থানীয়রা বলছেন, এমন মৃত্যুতে পুরো এলাকাই আজ স্তব্ধ।
স্থানীয় সূত্রে জানা গেছে,, দুপুরে বাড়ির পাশের বাকঁখালী নদীতে গোসল করতে নামেন মাহিদ ও তার অপর তিন বন্ধু। দীর্ঘ সময় পার হয়ে গেলেও মাহিদ ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে নদীর এক কোণা থেকে মাহিদের নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ঘটনা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এলাকার সবাই তাকে ভালোবাসতো। এই শোক শুধু তার পরিবারের নয়, আমাদের সবার।
সম্ভাবনাময়ী তরুণ মাহিদের মৃত্যুর খবরে মুহূর্তেই ভিড় জমে তার বাড়িতে। আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশী সবাই কান্নায় ভেঙে পড়েন। মাহিদের মা বারবার ছেলের ছবি বুকে জড়িয়ে বলছিলেন, 'আমার মাহিদকে ফিরিয়ে দাও'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২