প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৩:৩৩ পি.এম
কক্সবাজারে দুই হাজার টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে যুবক খুন

কক্সবাজার অফিস
কক্সবাজারের পেকুয়ায় বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার রাজাখালী ইউপির টেকঘোনা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস।
নিহত এহসান কবির (১৮) রাজাখালী মাঝেরপাড়া এলাকার ৯নং ওয়ার্ডের জাকের উল্লাহর ছেলে বলে জানিয়ে ওসি দুর্জয় বলেন, আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র মৃত্যুর ঘটনাটি শুনেছি। হত্যাকারীদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এহসান কবিরের মা রেহেনা বেগমও গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার হামিফা বেগমের ছেলে জুনাইদ ও এহসান কবির দুজন সম্পর্কে বন্ধু। বেশকিছুদিন আগে জুনাইদ এহসানের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেয়৷ গতকাল এহসান তার জরুরি প্রয়োজনে এই টাকা ফেরত চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে এহসান কবির তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে জুনাইদ তার বখাটে দলবল নিয়ে এহসান ও তার মায়ের উপর হামলা করে।
ঘটনার এক পর্যায়ে জুনাইদ তার পকেট থেকে চাকু বের করে এহসানকে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহন হোন।
পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২