প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৪, ১২:৪১ পি.এম
কক্সবাজারে ডিএনসির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার।।

নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজার শহরতলীর বাস টার্মিনাল হতে দু'জন মাদককারবারী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। এসময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেফতার রহিম উল্লাহ'র কাছে রক্ষিত একটি সত্যের সন্ধানে দূর্ণীতির তথ্য প্রকাশকারী সংস্থার পরিচয় পত্র উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লারপাড়ার নাছিরের মালিকানাধীন বাসার ভাড়াটিয়া মো: রহিম উল্লাহ ঘরে শনিবার-২৭ জানুয়ারি-সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪-চার-হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদককারবারী গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আবদুল জব্বারের পুত্র মো: রহিম উল্লাহ-৩৫-ও রোহিঙ্গা ক্যাম্প ৪ এর ব্লক-জি-২ নুরুল ইসলামের পুত্র কেফায়েত উল্লাহ-৩৪-।
এই ইয়াবা উদ্ধার নিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক-এসআই-বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু'জন মাদককারবারী গ্রেফতার করার বিষয়টি রবিবার-২৮ জানুয়ারি-সংবাদ মাধ্যমে নিশ্চিত করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২