প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১:৫৬ পি.এম
কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু।।
নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিন জনের মৃ'ত্যু হয়েছে।
নিহতরা হলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টার দিকে ঝিলংজার ইউনিয়ন'র ২ ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের শাশুড়ী জানান -রাতে ২ টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে গিয়ে দেখেন স্ব-পরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হলেও দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মর'দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে বসত ঘরে পড়ে মিজানের স্ত্রীসহ ২ শিশু মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২