নুর মোহাম্মদ,কক্সবাজার
চোরাচালান বন্ধে সবার উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিনি রামু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক ।
তিনি রামুতে পৌঁছলে বিভিন্ন কর্মকর্তাসহ কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, চোরাচালান বন্ধে সবার উদ্যোগী হতে হবে। গতবছরের শেষভাগ থেকে এ অঞ্চলে সহিংসতার মাত্রা অনেকটা কমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল ও স্থিতিশীল রয়েছে।
এরআগে, দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ সালা্হউদ্দিন, কক্সবাজারের রামু থানা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ, সদর ইউনিয়ন ভূমি অফিস, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, গর্জনিয়া বাজার,গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। এরপর তিনি বিকেএসপি ও বাফুফে টেকনিক্যাল সেন্টারের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮