প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৩:১৭ পি.এম
কক্সবাজারে গোল্ডকাপ চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা দলকে সংবর্ধনা

কক্সবাজার অফিস
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা ক্রিড়া সংস্থা মঙ্গলবার (৬ মে) চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সদস্যের এই সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে ক্রেস্ট, জার্সি ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
টেকনাফ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব'র সভাপতি তৌহিদ বেলাল, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ মাহমুদ ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলি।
ইউএনএইচসিআর'র স্পোর্টস ফোকাল জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফরহাদুর জামান, জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচ কামাল হোসেন, সাংবাদিক আশেকউল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন ভুলু ও টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন চৌধুরী বলেন, 'এলাকার উন্নয়ন ও সুস্থ সমাজব্যবস্থার জন্য খেলাধুলার বিকল্প নেই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২