প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:২৫ পি.এম
কক্সবাজারে এনসিপি’র সমাবেশে নাহিদ ইসলাম

তৌহিদ বেলাল কক্সবাজার,
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বুঝে, কে বুঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। তিনি বলেন, জনগণ সংস্কার বুঝে, তারা সংস্কার চায়।
সাবেক এই তথ্য উপদেষ্টা আরও বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক হল ময়দানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি' উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) প্রসঙ্গে এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে। আমাদের কামনা, জনগণের কথা চিন্তা করে দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা। সংস্কার কোনো দলের পক্ষে নয়, দেশের পক্ষে। ৩ আগস্ট শহীদ মিনারে উপস্থিত হবো আমরা। জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্টের আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছোট ছোট গডফাদার বিদ্যমান ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেওয়া হবে না। কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবের প্রতিরোধ গড়ে তুলুন। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যত ও সম্ভাবনা এ বঙ্গোপসাগরকে ঘিরে। আমাদের সমুদ্র শক্তি, নৌ শক্তিতে বলিয়ান হতে হবে। এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে মডেল হিসেবে কক্সবাজারকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সেই কক্সবাজার প্রতিষ্ঠায় সংগ্রাম করবে। আমরা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার উপহার দিতে চাই। এই যাত্রায় কক্সবাজারবাসীকে এনসিপি'র পাশে চাই।’
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, এসএম সুজা উদ্দিন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২