প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৪:৪২ পি.এম
কক্সবাজারের শীর্ষ আলেম আবু বকরের ইন্তেকাল, শোকের ছায়া

কক্সবাজার অফিস
কক্সবাজারের প্রবীণ ও শীর্ষ আলেমে দ্বীন আল্লামা আবুবকর ছিদ্দিক (৮৫) ইন্তেকাল করেছেন। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ মে) রাত নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।
কক্সবাজার জেলার বরেণ্য আলেম আবুবকর ছিদ্দিক কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক ও রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা আবুবকর ছিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে যান। বরেণ্য এই আলেমেদ্বীনের ইন্তেকালে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২