কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে হত্যা, চাঁদাবাজিসহ ১০ মামলার পলাতক আসামী রামু উপজেলার বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মন্ডলপাড়ার আনোয়ার হোসেন বাবলাকে আটক করেছে পুলিশ।
রামু থানা পুলিশ সুত্রে জানাগেছে ২১শে নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রামু থানার ওসি তদন্ত ফরিদুল আলম জানান তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, অস্ত্র , বিস্ফোরক, ছিনতাই, মারামারি, চুরিরসহ ১০ টির অধিক মামলা চলমান রয়েছে বলে জানান রামু থানায়।
আটককৃত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় মৃত আবু তাহের পুত্র।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮