কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু থেকে আবদুর রহিম মনিক্যা নামের একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন থেকে বুধবার রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫।
গ্রেপ্তার আসামি আবদুর রহিম ওরফে মনিক্যা (৪৫) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং গ্রামের আশরাফ জামানের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহিম ওরফে মনিক্যাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে রামু থানায় (গ্রেফতারি পরোয়ানা নং-৪২২/২২, পেজ নং- ২৭৭/২১, রিসিব নং- ৬৩৩/২২, ধারা-বন আইনের ২৬(১ক) মূলে) সাজা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরে এই আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮