নুর মোহাম্মদ- কক্সবাজার।।
সমবায়ে গড়ব দেশ- বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে পালন করা হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন রামু উপজেলা সমবায় কার্যালয়।
শনিবার ২ নভেম্বর সকাল ১০টায় রামুতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় কার্যালয় হতে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কার্যালয়ে এসে শেষ করে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।
৫৩তম জাতীয় সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা প্রকৌশলী -এলজিইডি- ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন কবির, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ- যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার।
সমবায়ের দর্শনের যথাযত প্রয়োগ ও বাস্তবায়নে দেশের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য নিরসন করতে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
রামু উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অলোচনা সভা সঞ্চালনা করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন'র সমিতি পাড়া আদর্শ একতা যুব সমবায় সমিতি লিমিটেড'র সভাপতি রফিক উল্লাহ। সভায় আরো মতামত প্রদান করেন উন্নয়ন সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সম্পাদক দীপক বড়ুয়া ও সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দিদারুল আলম প্রমুখ।
উল্লেখ্য যে- প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি উদযাপন করা হয়। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী- গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সমবায় সমিতির দায়িত্বশীলগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮