প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৬:৪৮ পি.এম
কক্সবাজারের আলোচিত আমজাদ হত্যা মামলার মূলহোতা রাফি গ্রেপ্তার

কক্সবাজার অফিস:
কক্সবাজারের চৌফলদন্ডী নতুন মহালের আলোচিত হাফেজ আমজাদ হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও মূল হোতা রায়েফ আনান রাফি (২৪) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ দল চট্টগ্রামের রাউজান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাফি হলেন চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল এলাকার বাসিন্দা ছৈয়দ নুর ও শাহানা আক্তারের ছেলে।
সম্প্রতি চৌফলদন্ডী এলাকায় মর্মান্তিকভাবে নিহত হন স্থানীয় যুবক হাফেজ আমজাদ।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় রায়েফ আনান রাফিকে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমজাদ হত্যা মামলার ১ নম্বর আসামি রায়েফ আনান রাফিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ জানায়, রাফি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাফির গ্রেফতারের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নতুন গতি পাবে। আমরা বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করলে আমজাদ হত্যার পুরো চক্র ধরা পড়বে,” এমন মন্তব্য করেন এলাকাবাসী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২