শওকত আলম, কক্সবাজার
No MBBS, No BDS,No Doctor.
সাম্প্রতিক ম্যাটস,ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক গৃহীত হটকারী সিন্ধান্তের বিরুদ্ধে, ৫ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ করেন ও কর্মবিরতি দেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ১১ ঘটিকায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষ করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীনের হতে তুলে দেন।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি নিম্নরূপ তুলে ধরা হলো।
INTERN DOCTOR'S ASSOCIATION -IDA-2024-2025
Cox's Bazar Medical College Hospital
Date: ২৪-০২-২০২৫
বরাবর,
মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকার
মাধ্যমঃ-
জেলা প্রশাসক মহোদয়, কক্সবাজার।
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের ৫ দফা দাবি স্বাস্থ্যখাতে একটি বিপ্লব ঘটাতে পারে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
আমাদের পাঁচ দফা দাবি সমূহ-
১। MBBS/BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না" BMDC এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS-BDS ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সালে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছে, এই MATS দের BMDC থেকে রেজিস্ট্রেশন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
২। উক্ত বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে:
ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠনের পূর্বের মতো
সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল -MATS- ও মানহীন সরকারি ও বেসরকারি কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা -MATS- শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
৫ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে আন্দোলন বিগত কয়েকদিন ধরে চলছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাঁদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তাঁরা আমাদের দাবিগুলোতে গুরুত্ব দিচ্ছে না। তাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অন্যান্য সকল মেডিকেল কলেজ হাসপাতালের সাথে একাত্মতা পোষণ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের -২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজার- সকল ইন্টান চিকিৎসক আজ ২৩শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় বর্হিবিভাগের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং শাটডাউন ঘোষণা দিচ্ছে। যদি তবুও আমাদের দাবী মেনে না নেয়া হয়, তাহলে কর্মসূচি আরও কঠোর হবে।
ইন্টান ডক্টরস এসোসিয়েশন-২০২৪-২০২৫ইং
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল -২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮