প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ৪:২৩ এ.এম
ওষুধের কোটায় মিলল ইয়াবা অতপর।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেপ্তার জসিম উদ্দিন-৫৪-উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
সোমবার-২২ জানুয়ারি-দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দুধ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষ কামতা গ্রামের দুধ মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক কারবারি জসিমের বসত ঘরে একটি ওষুধের কোটা থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২