শাহিন ফকির
পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধ ও বৃহস্পতিবার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য,হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার,অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন শেখ,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন শেখ,গণআধিকার পরিষদ পিরোজপুর জেলার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক এম এ ছবুর খান প্রমুখ।
অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন সবসময় ভালো কাজের জন্য উৎসাহ দিবেন লেখাপড়া শুধু একটা সার্টিফিকেট পাওয়ার জন্য নয় একজন আদর্শ মানুষ হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়ার জন্য,তারা যেন ভাল মানুষ হওয়ার দীক্ষাটা পায়।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,শিক্ষার্থীদের ব্যাপারে যদি কোন অবজারভেশন থাকে তাহলে মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করে তাদেরকে অবহিত করবেন।সাথে সাথে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার জন্য বই পড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা খেলাধুলা করা এই কাজগুলো করতে মানসিকভাবে সহযোগিতা করবেন।
এছাড়াও তিনি অত্র বিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা দেখে প্রশংসা করেন ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বেশি করে খেয়াল রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,আজকে যাদের কবিতা,গান,আবৃত্তি শুনেছি নৃত্য দেখেছি আমার মনে হয়েছে তারা প্রত্যেকেই অনেক মেধাবী এবং তাদের শিক্ষকরা তাদের ভালোভাবে রিহার্সেল দিয়ে গড়ে তুলছে,তবে আমাদের আরো একটু রিহার্সেল বাড়াতে হবে কারণ বিশ্বায়নের যুগে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে,সেটা সাংস্কৃতির কথা বলি মেধার কথা বলি বা অন্য কিছুর কথা বলি সব জায়গায় আমাদের প্রতিযোগিতা করতে হবে,এ কারণেই আপনার সন্তানকে ভালো মানুষ করে তুলতে হলে, মান এবং হুশ,মর্যাদা এবং জ্ঞানী করে তুলতে হবে,তবেইতো মানুষ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার সহ পিটিএ কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের পরিচালনা পর্ষদে ছিলেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮