ইসমাইল ইমন, চট্টগ্রাম:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ার পার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
এ্যাব, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ৩১ ডিসেম্বর বুধবার বিকেল চারটায়,খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাব'র সিনিয়র সদস্য প্রকৌশলী মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে এবং এ্যাব'র সিনিয়র সদস্য প্রকৌশলী মোঃ কামরুজ্জামান'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ববধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান, সিটি কর্পোরেশেনের সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন আলম সরকার, উপস্থিত ছিলেন নির্বাহী সহকারী মোঃ শামিম মিয়া, লাইব্রেরী সহকারী এস এম আতোয়ার হোসেন, কম্পিউটার অপারেটর মোঃ শাহ আলম, কেয়ারটেকার মোঃ মোজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র বাংলাদেশে স্তব্ধতা ও শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন রাজনৈতিক সহনশীলতার প্রতীক, তাঁর সাহসী নেতৃত্বে বহুদলীয় রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। তিনি দেশীয় রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আর্বিভুত হয়েছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছেন এবং অধিক সময় কারাভোগ করেছেন। তিনি নানা সংকটে কারাবরণ ও অসুস্থতার মধ্যেও রাজনৈতিক দৃঢ়তা ও ধৈয্য প্রদর্শন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন।দেশ এই ক্রান্তিকালে একজন অভিভাবক হারালেন।
খতমে কোরআন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮