মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের পদযাত্রা শেষে ফেরার পথে রূপগঞ্জের এনসিপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)’র দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। শনিবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় জেবি গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি হামলার প্রতিবাদ জানান। এর আগে নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় অংশ নিতে রূপগঞ্জ থেকে ২ শতাধিক এনসিপি কর্মী যায়। শুক্রবার সন্ধ্যায় পদযাত্রা শেষে ফেরার পথে রূপসী এলাকায় দূর্বত্তরা এনসিপির কয়েকজন কর্মীর উপর অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, আগে তো আপনাদের মামলা হামলার কারণে পালিয়ে বেড়াতে হতো। আপনারা ঠিক মতো কথা বলতে পারতেন না। ছাত্রদের কারণে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আর সেই ছাত্রের উপরই আপনারা হামলা চালাচ্ছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রূপগঞ্জে কোন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক বেচাকেনা চলবে না। আমি আপনাদের সকলকে নিয়ে একটি সচ্ছ রূপগঞ্জ গড়তে চাই। শিল্প কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন শিল্প কারখানায় দলীয় কোন নেতাকর্মী চাঁদাবাজি করতে গেলে আমাকে জানাবেন বাকীটা আমি দেখবো। কোন চাঁদাবাজির স্থান রূপগঞ্জে হবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮