তৌফিক আলম চৌধুরী,
'সবাই পাশে থাকলে, মানবতার এই পথচলা আরও সুন্দর হবে' এই প্রতিপাদ্য সামনে রেখে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরমা ইউনিয়নে একজন মুমূর্ষু রোগীকে আর্থিক সহযোগিতা ও অসহায় ও খেটে খাওয়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৯ জানুয়ারী শুক্রবার রাতব্যাপী এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের পরিচালক এমদাদ হোসেন।
সভাপতি মুজিবুল আহসান সৌরভ এবং সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন এর সার্বিক পরিচালনায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এইবার ফাউন্ডেশনের লক্ষ্য ছিল বিশেষ করে সেই মানুষদের পাশে দাঁড়ানো, যারা রাতের বেলা খোলা আকাশের নিচে কাজ করেন বা অবস্থান করেন।
৫ নং বরমা ইউনিয়নের ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দরিদ্র অসহায়, ছিন্নমূল পরিবারের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। যেটা তদারকি করেছেন যুগ্ম সম্পাদক মো: তানভির, এবং আর্থিকভাবে সহায়তা করেছেন উপদেষ্টা মন্ডলি, পৃষ্টপোষক মন্ডলি এবং কার্যনির্বাহীর কমিটির সদস্য বৃন্দ।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: বোরহান উদ্দীন, মো: সেলিম, মো: আব্বাস উদ্দীন, মো: ফখরুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, প্রবাসী সদস্য জাফর, ওমর ফারুক, লিটন, সহ আরো অনেকে।
এছাড়াও দুইটা এতিমখানা ও শীতার্ত মানুষের ঘরে ঘরে শীতবস্ত্র বিতরণ ও একজন মুমূর্ষু রোগিকে আর্থিক অনুদান শেষে ফাউন্ডেশনের ভবিষ্যৎ অগ্রগতি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো: মহিউদ্দিন।
এই মহতী উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮