মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলায় এক রাতে পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে বলে শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, উপজেলার ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব চুরি সংঘটিত হয়।
রোববার রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে চোর আসে জানিয়ে তিনি বলেন, চোর তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে একটি অকেজো ল্যাপটপ ও একটি অকেজো প্রোজেক্টরও রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮