প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৪:২৯ পি.এম
একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত।।
অমিত চক্রবর্তী
স্টাফ রিপোর্টার।।
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
'প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ- শিরোনামে একুশে পাঠচক্রের ৭২তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন রবীন্দ্র গবেষক ড.শফিক ইসলাম-প্রেসক্লাব-নালিতাবাড়ীর সাবেক সভাপতি সাংবাদিক এমএ হাকাম হীরা,প্রিন্সিপাল আইয়ুব আকন্দ বিদ্যুৎ-শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী-নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল।উপস্থাপনা করেন শিক্ষক-কবি মুজাহিদ আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার-সংস্কৃতিমান সজল সাহা-সহকারি অধ্যাপক নজরুল ইসলাম-প্রভাষক আব্দুল হান্নান-শিক্ষক এসএম হান্নান-কবি বাকী বিল্লাহ- শিক্ষক শান্তি সাহা-শিক্ষক সজল কর্মকার-শিক্ষক জাহিদুল ইসলাম-শিক্ষক শঙ্করী পাঠক- সাংবাদিক অমিত চক্রবর্তী- সাংবাদিক রনি চৌধুরীপ্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন ছড়াকার কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ-শহীদুল ইসলাম ফকির-কবি মুজাহিদ আমীন- একুশে দ্যুতি-গান পরিবেশন করেন রেডিও বাংলাদেশ এর গীতিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার-সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির সঙ্গীত শিক্ষক শিক্ষক মনি গাঙ্গুলি-শিক্ষার্থী সোহাগ।
অভিনয় করেন একুশে দ্যুতি-মিথিল সাহা-অভি কর্মকার-শুভজিৎ সাহা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২