ইসলাম ও জীবন ডেস্ক:
প্রশ্ন: একাকি নামাজ আদায়কারী ব্যক্তি সুরা-কিরাত, তাসবিহ-দোয়া ইত্যাদি কতটুকু জোরে পড়বে? নিজ কানে শোনা যায় এমন আওয়াজে, নাকি শুধু ঠোঁট নেড়ে হরফের মাখরাজ আদায় করলেই যথেষ্ট হবে?
উত্তর:
যেসব নামাজ নিম্নস্বরে আদায় করা হয়, সেগুলোতে একাকি নামাজী নিজ কানে শোনা যায় এমন পরিমাণে সুরা-কিরাত পড়া উত্তম। তবে পাশের মুসল্লির কানে যেন না পৌঁছে—সেদিকে খেয়াল রাখতে হবে।
যদি কেউ ঠোঁট নেড়ে একেবারে হালকা আওয়াজে হরফের মাখরাজ ঠিকভাবে আদায় করে পড়ে, তবুও তার নামাজ সহীহ হবে।
যেসব ফরজ নামাজে জামাতে উচ্চ স্বরে কিরাত পড়া হয়, সেগুলো একাকি পড়লে উচ্চ স্বরে কিরাত পড়া ফরজ নয়। নিম্ন স্বরে বা উচ্চ স্বরে—উভয়ভাবেই পড়া যাবে। তবে অনেক ফকীহ বলেছেন, উচ্চ স্বরে পড়া উত্তম।
রাতের নফল নামাজেও একই বিধান। অর্থাৎ উচ্চস্বরে ও নিম্নস্বরে দুইভাবেই পড়া যায়। তবে উচ্চ স্বরে পড়া উত্তম।
আর দিনের নফল নামাজে নিম্ন স্বরে কিরাত পড়া ওয়াজিব। ভুলবশত জোরে পড়লে সাহু সিজদা দিতে হবে। আর ইচ্ছাকৃত জোরে পড়লে গুনাহ হবে।
সূত্র:
কিতাবুল আসল ১/১৯৬; বাদায়েউস সানায়ে ১/৩৯৭; আত-তাসহীহ ওয়াত-তারজীহ আলা মুখতাসারিল কুদুরী ৭৪; ইমদাদুল ফাতাওয়া ১/১৫৫
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮