স্টাফ রিপোর্টার
,সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর এ পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী নয়ন পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে সরে জমিনে গিয়ে জানা যায় উপজেলার হেমন্তবাড়ি গ্রামের মোঃ হাসান আলী তার স্ত্রী খাদিজা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে । বৃহস্পতিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্বামী হাসান তার স্ত্রী খাদিজাকে ধারালো ছুরি দারা পেটে আঘাত করে । খাদিজার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে খাদিজাকে উদ্ধার করে এবং হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।পরে লাশ বাড়িতে নিয়ে আসে । প্রতিবেশীর বরাত খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনার স্থলে লাস উদ্ধার করেন ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওপু সরকার জানান এখনো মামলা হয়নি । তবে মামলার প্রক্রিয়া চলছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে । বাড়ির সবাই পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায় নি ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮