স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় করতোয়া নদীর সোনতলায় এবং দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান, মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, উপজেলার সাতটি স্থানে চলতি ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জাতের মোট ৪৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮