কক্সবাজার অফিস
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সমীক্ষা প্রকল্পে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
গত ১৩ মে মঙ্গলবার কউক চেয়ারম্যান বরাবর লিখিতভাবে দেওয়া এক আবেদনপত্রে তিনি এই দাবি জানান। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, “কক্সবাজারের ভবিষ্যৎ গঠন ও রূপায়ণে জনগণের মতামতকে উপেক্ষা করা হলে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবেন ভূমির মালিকরা, ব্যাহত হবে পর্যটনশিল্প এবং কমবে সরকারের রাজস্ব আয়।”
তিনি আরও বলেন, “২০১৬ সালের ৭ নম্বর আইনের ভিত্তিতে গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এখনো চূড়ান্ত হয়নি। এই প্রকল্পের যথাযথ বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকসহ সংশ্লিষ্ট সকল শ্রেণির মানুষের মতামত গ্রহণ অপরিহার্য।”
আবেদনপত্রে তিনি কক্সবাজারের জনগণের পক্ষে উন্নয়ন প্রকল্পে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং কউক কর্তৃপক্ষকে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮