শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের পথে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ সাগরপথে যাত্রার প্রস্তুতি নিয়ে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে। তথ্যটি নিশ্চিত হওয়ার পর সোমবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে সেখানে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সাগরপথে পাচারের অপেক্ষায় থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী একটি চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এবং অল্প খরচে বিদেশ যাওয়ার আশ্বাস দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮