মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মেধাবী ছাত্র রিপন কুমার সাহার চিকিৎসার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছে শাহ্ ফাউন্ডশন। সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জাকির মাহামুদ সেলিমর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, কাজী ইকবাল, সাধারন সম্পাদক জালাল আহাম্মেদ, সাবেক সাধারন সম্পাদক জাফর খান সহ বিভিন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অসুস্থ্য রিপন সাহার নিউরো ফাইব্রামফাসিস টিউমার অপারশনের জন্য এ অনুদান প্রদান করা হয়। এ সময় তার চিকিৎসার জন্য আরো ৫০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক। রিপন সাহা রাঙ্গাবালী ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮