
নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় নিহত ও আহতদের পরিবাররা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিমান দুর্ঘটনায় দায়ীদের শাস্তি, ন্যায্য ক্ষতিপূরণ এবং নিহতদের স্মরণে ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। তারা পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা ও স্কুলের বিল্ডিং কোড অমান্যকে এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখেছেন।
পরিবারদের পাঁচ দফা দাবি:
১. দুর্ঘটনার তদন্তে দায়ীদের শাস্তি নিশ্চিত করা ও সাবেক বিমানবাহিনী প্রধানের দুর্নীতির টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।
২. শহীদ পরিবারদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হাইকোর্টের রুল অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান।
৩. নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ‘শহীদী মর্যাদা’ ও সনদ প্রদান এবং স্মরণে মেমোরিয়াল নির্মাণ।
৪. প্রতি বছর ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা করা, উত্তরায় আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণ।
৫. ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা জানান, ২০২১-২০২৪ সালে বিমানবাহিনীর বাজেটে দুর্নীতির কারণে প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ যথাযথ হয়নি। দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭২ জন আহত হয়েছেন। পরিবারগুলো ইতিপূর্বে প্রস্তাবিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে সুনির্দিষ্ট ন্যায়বিচারের দাবি করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮