দৈনিক আজকের বাংলা ডেস্ক,
ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণরত ফাইটার জেট বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। (দুর্ঘটনাটি দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে ঘটে।) আল্লাহ পাক নিহতদের মাফ করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।
আহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইউনিট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে রক্তদান ও অন্যান্য সহযোগিতায় এগিয়ে আসুন।
সবার প্রতি অনুরোধ, দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধার কাজে সহায়তা করুন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮