তৌহিদ বেলাল।।
কক্সবাজারের উখিয়া থেকে দুটি ওয়ান শ্যুটার গান, ২০ রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজারের একটি দল বুধবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে দু'টার দিকে পালংখালি ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২৬) পালংখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ফারিরবিল গ্রামের শামসুল আলম ও হুমায়রা বেগমের পুত্র।
র্যাব জানায়, সাইফুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী। এলাকার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন তিনি। তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনের মামলাও রয়েছে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও সংরক্ষণ করেন তিনি।
র্যাব আরো জানায়, সাইফুল ইসলামকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ির সামনে টিলার গর্তে বস্তায় ভরে লুকিয়ে রাখা দুটি ওয়ান শ্যুটার গান, ২০ রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলামকে উখিয়া থানায় হস্তান্তর করে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮