শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪এক্স সংলগ্ন কালামার ছড়া পাহাড়ি এলাকায় স্থানীয় রোহিঙ্গারা একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে উখিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম মোহাম্মদ হাশেম (২৬)। তিনি রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুছড়ি এলাকার মৃত আলী আহমদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাশেম পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন হাট-বাজার থেকে গরু কিনে রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ৪এক্স এলাকার কসাইদের কাছে বিক্রি করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সকালে চারটি মাঝারি আকারের গরু বিক্রির উদ্দেশ্যে হাশেম নিজ বাড়ি থেকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ, ওই সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে সঙ্গে থাকা গরু বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে হত্যা করে লাশটি গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আহমেদ বলেন, “সকালে পাহাড়ি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮