শওকত আলম, কক্সবাজার:
ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট দোকানগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ঈদগাঁও থানা পুলিশ।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম বলেন,
“ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে বেশি দামে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে স্বচ্ছতা ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
ভোক্তা অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮