শওকত আলম, ককসবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হামিদুল হক হামিদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাদীতলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে মধ্যম মাইজ পাড়া ক্রীড়া সংস্থা।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহপাড়া মিনি খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভাদীতলা ও মধ্যম মাইজ পাড়া ক্রীড়া সংস্থা। মিনিটে মিনিটে উত্তেজনায় ভরপুর এই খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ভাদীতলাকে ২-০ গোলে পরাজিত করে মধ্যম মাইজ পাড়া ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, বিএনপি নেতা মহিউদ্দিন, মোজাফফর আহমেদ সুমন, শফিউল আলম শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮