নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজার জেলার ঈদগাঁওতে এক নলা বন্দুকসহ একজন আটক করেছে পুলিশ।
ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে এসআই বদিউল আলমসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাসস্ট্যান্ডস্থ আনু মিয়া পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে এক নলা বন্দুক ও একটি সিএনজি গাড়িসহ জাফর আলম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
সোমবার ১৪ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যাক্তি ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে বলে জানিয়েছেন পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮