শওকত আলম -কক্সবাজার।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম বানিজ্য কেন্দ্র ঈদগাঁও বাজার এবং স্টেশনের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার -৭ জানুয়ারী- দুপুর ১ টায় বাস স্টেশন এবং বাজারের ডিসি সড়ক ও বিভিন্ন অলিগলিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।এসময় অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে একজন কে গ্রেফতারও করা হয়।
জানা যায়- ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা'র নেতৃত্বে অভিযানে বাস স্টেশন এবং ঈদগাঁও বাজারের ডিসি সড়ক- শাপলা চত্তর- হাইস্কুল গেইট- তরকারী বাজার- বাশঘাঁটা সড়ক- চাউল বাজারসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের দু'পাশে বসানো ঝুপড়ি , ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ঈদগাঁও উপজেলা ছাত্র প্রতিনিধ রহিম চৌধুরী, নাহিদুল ইসলাম শাহিন- হাবিব আজাদ- মোস্তফা- মানিক- আরিফ- মাহতির- ইব্রাহিম- মো: বাবু- শহিদ- মিছবাহ- আনিছুর রহমান- তালেবুর রহমান, ইসমাইল, সিহাব, আদেল উপস্থিত ছিলেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮