স্টাফ রিপোটার,ঈদগাঁও।।
দীর্ঘকাল ধরে ঈদগাঁওতে ছাত্রলীগের নতুন কমিটি না থাকায় ঝিমিয়ে পড়েছে নেতাকর্মীরা। সে সাথে হতাশাও বিরাজ করছে তাদের মাঝে। দ্রুত কমিটি দিয়ে ছাত্রলীগে চাঙ্গাভাব ফিরিয়ে আনার দাবী তৃনমূল কর্মীদের।
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে নৌকা মনোনীত প্রার্থী পক্ষে কাজ করতে গিয়ে দলীয় কর্মীরা বেকায়দায় পড়ার আশংকাও প্রকাশ করেন এক ছাত্রলীগ নেতা।
জানা যায়, ঈদগাঁওতে ছাত্রলীগের আগামী কমিটিতে আসতে সভাপতি ও সম্পাদক পদে একাধিক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছে। প্রকৃতপক্ষে কারা দায়িত্ব পাচ্ছেন তা এখন শুধু দেখার পালা।
দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি ঘোষনা না হওয়ায় কক্সবাজারের ঈদগাঁওর ৫ ইউনিয়নের নেতাকর্মীরা হতাশায় ভোগছেন। পূর্বেকার দিনে ছাত্রসংগঠন ছাত্রলীগে যে চাঙ্গা ভাব ছিল, তা এখন আর দেখা যাচ্ছেনা। কমিটি নিয়ে ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সর্বত্রই হতাশা বিরাজ করছে। কবে আসবে নতুন নেতৃত্ব? এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে নেতাকর্মীদের মাঝে।
তৃনমূল কর্মীদের দাবী, শিক্ষা-শান্তি ও প্রগতির শ্লোগানে মুখরিত হয়ে যারা দলের চরম দূর্দিনে আন্দোলন সংগ্রামে করে রাজপথকে চাঙ্গা রেখে ছিল ও সুসময়ে-দু:সময়ে কর্মীদের পাশে থাকা ছাত্রদের হাতে দায়িত্ব অর্পন করে ছাত্রলীগের মাঝে চাঙ্গাভাব ফিরিয়ে আনা হউক।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম জানান, ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষনা না করায় আগামী ইউপি নিবার্চনে নৌকার প্রার্থী কিংবা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে হিমশিম খাবে তৃনমূলের দলীয় নেতারা। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপও কামনা করেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের সাথে কথা হলে তিনি জানান, পূর্বে ছিল সাংগঠনিক শাখা এখন উপজেলা। কমিটির ক্ষেত্রে সিদ্বান্ত নিয়ে জানানো হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮