কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণী গ্রেফতার হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সদস্যরা উনপ্রাং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত তরুণী রোজিনা আক্তার (১৮) উনচিপ্রাং ক্যাম্প-১৮ এর ব্লক এ/৩ এর মুহাম্মদ ইউনুসের মেয়ে।
উনচিপ্রাং এপিবিএন ক্যাম্প ইনচার্জ জানান, মাদক কারবারি রোজিনা আক্তারের নিকট থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে এই নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮