প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ১১:০২ এ.এম
ইসলামপুরে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট- মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটের নেতৃত্বে ১৬ দলের অংশগ্রহণ।।
জাবির আহম্মেদ জিহাদ
স্টাফ রিপোর্টার।।
মাদককে না বলি খেলাধুলার মাধ্যমে জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটের আয়োজনে জামালপুর জেলার অন্যতম উপজেলা ইসলামপুরের ইতিহাসে সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
এই প্রতিযোগিতায় মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট নেতৃত্ব দেবে এবং এতে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল।
গত এক অক্টোবর থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল খেলা নিয়ে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, খেলাকে সফল করার জন্য।
টুর্নামেন্টটি ইসলামপুর স্টুডিয়াম এবং গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শ্রীখই শুরু হবে এতে ফুটবল প্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের উপলক্ষ হবে।স্থানীয় যুবকদের মধ্যে প্রতিযোগিতা এবং খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী মোস্তফা ফ্রিলান্সিং ইনিস্টিটিউট ।
এ বিষয়ে আব্দুল্লাহ আল সিনার বলেন,মোট ১৬ টি দলেএতে অংশগ্রহণ করবে,দলের নামগুলো হলো..
*ইসলামপুর ফুটবল একাডেমী
*ইসলামপুর পৌরসভা
*হাফিজ পাঠাগার ফুটবল একাডেমী
*সেভেন ব্রাদার স্পোর্টিং ক্লাব
*১ নং কুলকান্দি ফুটবল একাদশ
*বেলগাছা ফুটবল একাদশ
*চিনাডলী ইউনিয়ন ফুটবল একাডেমি
*ইসলামপুর ফুটবল একাদশ
*৭ নং পার্থশী ফুটবল একাদশ
*৮ নং পলবন্দা ফুটবল একাদশ
*গোয়ালের চর ফুটবল একাডেমি
*১১ নং চডরপুটিমারি ফুটবল একাদশ
*১২ নং চোর গোয়ালিনী একাদশ
*মোস্তফা flancing institute একাদশ সাহা
ফুটবল টুর্নামেন্ট আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। তবে বিশেষ কারণে সময় কিছুটা পেছাতে পারে। চ্যাম্পিয়নদের ৭৫ হাজার টাকা এবং রানার্স আপডেট ৫০ হাজার টাকা পরুষ্কার হিসেবে তুলে দেয়া হবে।
ফুটবল খেলার কমিটির প্রধান আহাব্বায়ক নাবিল বলেন,আমাদের ইসলামপুরের একটি ঐতিহাসিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে- মোস্তফা আল মাহমুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। আমাদের আশায ইসলামপুরের মধ্যে যতগুলো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তার থেকে দ্বিগুণ করে আমাদের টুর্নামেন্ট সম্পন্ন করা। এর দায়িত্বে আছি আমরা মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
প্রত্যেকটি দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত- আর দর্শকদের জন্য থাকবে উত্তেজনাপূর্ণ ম্যাচের অভিজ্ঞতা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২