প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৪:১১ পি.এম
ইসকন ইস্যুতে দেশি বিদেশী ইন্ধন থাকতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা -মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।।
মোঃ ফারুক মিয়া- সিলেট।।
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বিকালে সিলেট সার্কিট হাউজে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশী ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।
শিক্ষার্থীদের বিষয়ে বলেন- শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। উপদেষ্টা আরো বলেন- আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কমিউনিটি পুলিশ সম্পর্কে বলেন- কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে। সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যারা নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দিবো। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে। আরো হবে। সেজন্য সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২