প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৯:২৬ এ.এম
ইলেকট্রিক জগে ডিমসিদ্ধ করতে গিয়ে বাড়িতে আগুন- ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সেই জগ থেকেই ইলেকট্রিক শর্ট সার্কিটে লাগা আগুনে পুরে ভস্মিভূত হয়েছে পুরো সংসার। এতে তার ক্ষতি সাধিত হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
বুধবার -১৮ সেপ্টেম্বর- সকাল ৮ টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামে মো: আফজাল হোসেনের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং ভুক্তভোগী আফজাল হোসেন ছেলে মো: মনির হোসেন জানান- সকাল ৮ টায় আমার কর্মস্থল বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটে কর্মরত অবস্থায় আমার বাড়ীতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে চলে আসি।
এসময় এলাকাবাসীর সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দেয়ার প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ঈশ্বরদী ইউনিট ঘটনাস্থলে পৌছালেও ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই।
মনির আরও বলেন- আমার অলমারিতে স্ত্রীর ব্যবহৃত ৫ ভরি স্বর্নের অলংকার এবং নগদ ৪৫ হাজার টাকাও পুরে ছাই হয়ে গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে মনির বলেন- ইলেকট্রিক জগ থেকে সূত্রপাত হওয়া আগুন পাশের গ্যাস সিলিন্ডারে লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে সাড়া বাড়ীতে। মূলত গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারনেই আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
মনিরের ভাই শাহীন বলেন- আমাদের ৫ টি বেড রুম, রুমে ব্যবহৃত ওয়্যার ড্রোব- খাট- ক্যাবিনেট- ফ্যান- ২ টি রান্না ঘর- ২ টি ফ্রীজ- একটি গোহালঘর সহ মোট প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় আগুনে প্রতিবেশী মো: নুরু’র একটি রান্না ঘরের কিছু অংশ আগুনে পোড়ার চিন্হ দেখা গেছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টক আমিরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাই সকাল ৮ টা ৩৮ মিনিটে আর ঘটনাস্থলে পৌঁছায় ৮ টা ৪৬ মিনিটে।
সুতরাং আমরা পৌঁছাতে দেরি করেছি সেই অভিযোগটি মিথ্যা। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। তবে ৬ টি ঘরের কিছুই নেই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২